ইবন ওয়ারাকের “হোয়াই আয়্যাম নট আ মুসলিম” বইটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্চে বাংলায় নবযুগে। প্রথাগত ইসলাম এর ইতিহাস এবং নিয়ম কানুন বিশ্লেষন করে বিভীন্ন ত্রুটি তুলে ধরেছেন লেখক। সবাই যে এর সাথে একমত হবেন , তেমন আশা না করেই আমি বইটি বাংলা করার চেষ্টা করে যাচ্ছি যদি একজনও ইসলামকে প্রশ্ন করতে সাহস দেখায়, যা সাধারনত কেউ দেখায় না।
সম্পূর্ণ পোস্ট পড়ুন০ বার পঠিত