বস্তুত, ভারতীয় হিন্দুদের অস্ত্র ধরার প্রয়োজন রয়েছে। বাস্তবতা বিচার করতে গেলে তারা এখনও একটা পরাধীন জাতি। এতোদিন এই সত্যটি লুকিয়ে রাখা হয়েছিল মাত্র। যেহেতু কোনো পরাধীন জাতির স্বাধীনতা লাভের জন্য অস্ত্র ধরা আদৌ অন্যায় নয়, তাই আমি এখানে শুধু এটুকুই প্রমাণ করতে চেষ্টা করবো যে, ভারতীয় হিন্দুরা এখনও স্বাধীন নয়। পরাধীন জাতির সদস্যরা অস্ত্র ধরলে তাকে অন্যায় বলে না, বীরত্ব বলে। অধিকার আদায়ের লড়াই বলে।
সম্পূর্ণ পোস্ট পড়ুন৫৫৬ বার পঠিত