১৮২৫ বার পঠিত
নরেন্দ্র মোদি মানেই কী রক্তপাত। শুরু সেই গোধরা হত্যাকাণ্ড দিয়ে। এরপর একে একে কাশ্মীর-আসাম-নতুন দিল্লী-এলাহাবাদ; মুসলমান বিদ্বেষী হিংস্র হিন্দুত্ববাদের খলনায়ক মোদি তার হাত রক্তে রঞ্জিত করে চলেছেন গোটা ভারত জুড়ে। এখন তার শ্যোন দৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে। অসাম্প্রদায়িকতার উদার জমিন কলকাতায় মোদির ভূত দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশে ৫০ তম স্বাধীনতা দিবসে আমন্ত্রিত হয়ে; বাংলাদেশকে মোদি বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গ বিজয়ের স্ট্র্যাটেজিক নির্বাচনী প্রচারণার প্রক্সি ফিল্ড হিসেবে।
ই-মেইলে যোগাযোগ করুন