আমি কেন মুসলিম নই:: পর্ব-১

8 মতামত পাওয়া গেছে

বলা হচ্ছে, নবযুগ ব্লগে সব ধরনের মতামত স্থান পাবে।

অথচ দেখছি ব্লগটি ইতিমধ্যেই সব ইসলাম বিদ্বেষীদের আড্ডাখানা হয়ে উঠছে।

ভুল জায়গায় এলাম নাকি?

এই বইটার বাঙলা অনুবাদ নিয়ে আমিও অনেকদিন চিন্তা-ভাবনা করেছি–কিন্তু সময়ের অভাবে হাত দিতে পারি নাই।

এখন আপনি এই কাজটি সম্পূর্ণ করেছেন–সেজন্য আমি কৃতজ্ঞ।

সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়তে হবে।

[এ্যাডমিনঃ আপনার মন্তব্য আপনি সংশোধন করতে পারেন “সম্পাদন” বাটনটিতে চাপ দিয়ে।]

অনেক ধন্যবাদ অ্যাডমিনকে।

এই ফিচারটা সত্যিই খুব উপকারী।

একদমই না। দীর্ঘদিন ব্লগিং থকে দুরে ছিলাম। এই লেখাগুলো আমার ব্লগে অনেক আগেই দেওয়া হয়েছিল। নবযুগে আহবান জানানো হয়েছিল পুরনো লেখা হলেও দিতে। বর্তমানে সময় পচ্ছিনা তাই নতুন লেখা লিখতে একটু দেরী হতে পারে।

 

আপনি নিশ্চিত ধাকতে পারেন, অন্তত আমি শুধু ইসলাম নিয়ে পড়ে থাকবো না। গণিত এবং প্রযুক্তি নিয়ে আমার ভালবাসা আছে, আমি এগুলো নিয়েই লিখতে চাই। কিন্তু গণিত নিয়ে লিখতে গেলে সাইটে Latex সাপোর্ট থাকতে হবে, আমি জানি না সেই সাপোর্ট আছে কিনা। ব্লগ আ্যাডমিনকে অনুরোধ জানানো হচ্ছে বিষয়টা পরিস্কার করার জন্য।

 

এই সিরিজের আটটি লেখা আমার কাছে আছে। ধীরে ধীরে সেগুলো এখানেই দেব। তবে তার আগে গণিত ও প্রযুক্তি নিয়ে আরো কিছু লেখা নতুন করে লিখবো। কখনই ইসলাম নিয়ে সব সময় নষ্ট করার কোনো আগ্রহ নেই।

 

খুব তাড়াতাড়িই গণিতের পোস্টে দেখা হবে। সে পর্যন্ত একটু কষ্ট করুন।smiley

আমি বার্ট্রান্ড রাসেলের “Why I Am Not A Christian” সহ বেশ কতকগুলো বই পড়ার পর এক বন্ধু ইবন ওয়ারাক-এর “Why I Am Not A Muslim” বইটি উপহার দেয়। রাসেলের বই পড়ার পর ভাবছিলার ইবন ওয়ারাকের বইটা আর কি পড়ব? কিন্তু বইটা যখন পড়তে শুরু করি তখন আর শেষ না করে স্বস্থি পাইনি। বইটি বাংলা অনুবাদে পড়ার সুযোগ হবে জেনে ভাল লাগছে।অনুবাদককে অনেক ধন্যবাদ।


মতামত দিন বাতিল করুন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।