ব্রহ্মজ্ঞানের আলোয় অতীত (অহল্যা উদ্ধার)

1 মতামত পাওয়া গেছে

মানুষের ‘স্টোরি টেলিং’ গল্প বলার, গল্প শোনার একটা চাহিদা আছে। সে অপরের সাথে কানেক্ট করতে চায়, কানেক্টেড থাকতে চায়। তাই প্রত্যেক জেনারেশান নতুন করে তাদের মত করে মিথের ইন্টারপ্রিটেশান করে। এখানেই মিথের শক্তি।

“অহল্যা পাষাণী ছিল
চরণ ধুলায় মানব হলো।
অধীন লালন পড়ে রইল
যা করেন সাঁই দয়াময়।”


আপনার মতামত দিন

আপনার ই-মেইল অ্যাড্রেস প্রকাশিত হবে না।